১) একজন শ্রমিক ফ্লোরের যেখানেই কাজ করুক না কেন সর্বোচ্চ কত মিটারের মধ্য বর্হিগমন পথ থাকতে হবে?
উত্তর:৫০ মিটার বা ১৬৪ ফিটা এবং উহা প্রস্থে ১.১৫ মিটার এবং উচ্চতায় ২.০০ মিটারের কম হইতে পারিবে না। ৬ তলা পর্যন্ত ৪৫ ইঞ্চি এবং ৭তলার উপরে ৭৮.
২) সিড়িঁর রেলিং এর প্রস্থ কত হলে উভয় দিকে হ্যান্ড বেইল থাকতে ( বিধি বলবৎ হবার পর) ?
৩) কোন সিঁড়ি সমতল হইতে কত ডিগ্রি কোণের অধিক কৌণিক দূরত্বে নির্মাণ করা যাইবে না?
সূত্র- Ref. Accord building standard 6.5.6.2.1
উত্তর:৬ তলা পর্যন্ত-৪৫ইঞ্চি/১.১৫ মি. এবং ৭ তলা থেকে উপরে -৭৮ ইঞ্চি/২.০০ মি. (বাড়ানোর সুযোগ না থাকলে- ৩২ ইঞ্চি/০.৮২ মি. বিধি প্রনয়নের পূর্বে তৈরি হলে)
সূত্র:Ref. Accord building standard Part.
06
উত্তর:প্রতি ৯১৪৬ বর্গফুটের জন্য বা প্রতি ৮৫০ বর্গমিটার স্থানের জন্য ১টি। উহাতে অবারিত পানির সংযোগ থাকিবে এবং প্রতি বৎসর নূম্নতম একবার পরীক্ষার ব্যবস্থা করিতে হইবে : তবে শর্ত থাকে যে, অগ্নি নির্বাপনের বিকল্প ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হইয়া উহা লিখিতভাবে রেকর্ডপূর্বক মহাপরিদর্শক কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই অনুচ্ছেদের বিধান প্রতিপালন শিথিল করিতে পারিবেন।
১১) দাহ্যবস্তুর উপর ভিত্তি করে আগুন প্রধানত ৪টি শ্রেণীতে বিভক্ত করা হয় ?
উত্তর: "দাহ্যবস্তুর উপর ভিত্তি করে আগুন প্রধানত ৪টি শ্রেণীতে বিভক্ত করা হয়,
০১) সলিড ফায়ার (Solid Fire) বা কঠিন পদার্থের আগুনঃ যার সংক্ষিপ্ত নাম “A”Class Fire বা“ক”শ্রেণীর আগুন।যেমনঃ কাঠ, বাঁশ, কাপড়, কয়লা, প্লাস্টিক, কাগজ ইত্যাদি। এ আগুন নেভাতে প্রয়োজন Water, DCP.
০২) লিকুইড ফায়ার (Liquid Fire) বা তরল পদার্থের আগুনঃ যার সংক্ষিপ্ত নাম Class Fire বা “খ” শ্রেণীর আগুন। যেমনঃ থিনার, অকটেন, ডিজেল, পেট্রোল, কেরোসিন, তারপিন, রং, বার্নিশ ইত্যাদি। এ আগুন নেভাতে প্রয়োজন Foam, CO2, DCP.
০৩) গ্যাস ফায়ার (এধং ঋরৎব) বা গ্যাসীয় পদার্থের আগুনঃ যার সংক্ষিপ্ত নাম “C” Class Fire বা “গ” শ্রেণীর আগুন। যেমনঃ মিথেন, ইথেন, প্রোপেন, হাইড্রোজেন, এ্যাসিটিলিন ইত্যাদি গ্যাসের আগুন। বর্তমানে বিদ্যুতের আগুনকেও “C” Class Fire বা “গ” শ্রেণীর আগুনের অন্তর্ভুক্ত করা হয়। এ আগুন নেভাতে প্রয়োজন CO2,DCP.
০৪) মেটাল ফায়ার (Gas Fire) বা ধাতব পদার্থের আগুনঃ যার সংক্ষিপ্ত নাম “D” Class Fire বা “ঘ” শ্রেণীর
আগুন। যেমনঃ এ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম, জিরকোনিয়াম, ইউরোনিয়াম, টিটেনিয়াম ইত্যাদি। এ আগুন নেভাতে প্রয়োজন DCP.
বিঃ দ্রঃ বিদ্যুতের আগুনের CO2 এবং কাপড়ের আগুনের জন্য ABCE বা DCP ব্যবহার করতে হবে।
১২) ইভাকুয়েশন প্লান ফ্লোরের কোথায় স্থাপন করতে হবে?
উত্তর: সহজে দৃশ্যমান স্থানে
সূত্র: বিধি- ৫৫(৮)
১৩) কারখানার রুমের বর্হিগমন দরজা কি ধরনের হবে?
উত্তর: প্রত্যেক প্রতিষ্ঠানে কোন কক্ষ হতে বর্হিগমনের পথ তালাবদ্ধ বা আটকিয়ে রাখা যাবেনা, যাতে কোন ব্যক্তি কক্ষের ভিতরে কর্মরত থাকলে উহা তৎক্ষনাৎ ভিতর হতে সহজে খোলা যায়,এবং এই প্রকার সকল দরজা , যদি না এগুলো স্লাইডিং টাইপের হয়, এমনভাবে ক্সতরি করতে হবে যেন উহা বাহিরের দিকে খোলা যায়, অথবা যদি কোন দরজা দুইটি কক্ষের মাঝখানে হয়, তা হলে উহা ভবনের নিকটতম বর্হিংগমন পথের কাছাকাছি দিকে খোলা যায়, এবং এই প্রকার কোন দরজা কক্ষে কাজ চলাকালীন সময়ে তালাবদ্ধ বা বাধা গ্রস্থ অবস্থায় রাখা যাবেনা
সূত্র: ধারা- ৬২(৩)
১৪) কত জন লোক থাকলে অগ্ননির্বিাপন মহড়ার আয়োজন করতিে হইবে এবং কতবার ?
উত্তর: পঞ্চাশ বা ততধকি শ্রমকি/র্কমচারী সম্বলতি কারখানা ও প্রতষ্ঠিানে প্রতি ০৬ [ছয়] মাসে অন্ততঃ একবার অগ্ননির্বিাপন মহড়ার আয়োজন করতিে হইবে এবং এই বষিয়ে মালকি র্কতৃক নর্ধিারতি পন্থায় [ফরম-২২(ক)] একটি রর্কেড বুক সংরক্ষণ করতিে হইবে এবং মহড়া আয়োজনের কমপক্ষে ১৫ দিন পূর্বে সংশ্লিষ্ট পরিদর্শক এবং নিকট ̄’ ফায়ার সার্ভিস স্টেশনকে লিখিতভাবে অবহিত করিতে হইবে।
সূত্র: ধারা- ৬২(৮), বিধিমালা-৫৫(১৪)
১৫) শতকরা কতজন শ্রমিককে ফায়ার ট্রেনিং দিতে হবে?
উত্তর: ১৮% এবং ৩টি কমিটিতে বিন্যাস করতে হবে( Fire fighting)-অগ্নিনির্বাপণ , Rescue team-উদ্ধারকারী and First Aid -প্রাথমিক চিকিৎসা) এবং ফরম-২২ অনুযায়ী এতদসম্পকির্ত রেকর্ড সংরক্ষণ করিতে হইবে।
সূত্র: বিধিমালা-৫৫ (১০)
১৬) অগ্নিনির্বাপণ, উদ্ধারকারী ও প্রাথমিক চিকিৎসা দলরে নির্ধারিত পোশাক কমেন হইবে ?
উত্তর: (ক) অগ্নিনির্বাপণ দল - হলুদ রং এর এপ্রোণ পিছনে লাল রং এ ‘আগুন’ (Fire) লিখা থাকিবে
(খ) উদ্ধারকারী দল - হলুদ রং এর এপ্রোণ পিছনে লাল রং এ ‘উদ্ধার’ (Rescue) লিখা থাকিবে
(গ) প্রাথমিক চিকিৎসা দল - সাদা রং এর এপ্রোণ পিছনে লাল রং এ ‘প্রাথমিক চিকিৎসা (First Aid) লিখা থাকিবে। উল্লিখিত তিনটি দলকে প্রতি ছয় মাস অন্তর পুনঃপ্রশিক্ষণ প্রদান করা।
সূত্র: বিধিমালা- ৫৫। (১১)(ক)(খ)(গ),১২"
১৭) কতজন শ্রমিকের জন্য একজন ফায়ার অফিসার লাগবে?
উত্তর: ৫০০ জন
সূত্র: বিধিমালা-৫৫ (১২)
১৮) ফায়ার ফাইটিং টিমকে কত মাস পর পর পুন:প্রশিক্ষন দিতে হবে?
উত্তর:৬ মাস
সূত্র: বিধিমালা-৫৫(১২)
১৯) অগ্নি নির্বাপনের জন্য জলাধারে কমপক্ষে কত লিটার পানি সংরক্ষন করতে হবে?
উত্তর: ৫০০০ লিঃ এবং উহা সব সময় পানি দ্বারা পূর্ণ থাকিতে হইবে এবং হোজরিলের সহিত সংযুক্ত রাখিতে হইবে। তবে অগ্নি নির্বাপণের লক্ষে পাইপের মাধ্যমে সংযুক্ত করিয়া {পরিকল্পনা ও নক্সা মহাপরিদর্শক বা ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শকের অনুমোদন ক্রমে] যান্ত্রিক গভীর নলক‚ (Deep tubewell) বা বৈদ্যুতিক পাম্পযুক্ত জলাধারের ব্যবস্থা করিতে পারিবেন। তবে শর্ত থাকে যে, এই ক্ষেত্রে মহাপরিদর্শক বা ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শক উপ-বিধি (১৫) প্রতিপালন হইতে অবহতি প্রদান করিতে পারিবেন।
সূত্র: বিধিমালা-৫৫(১২)৫৫(১৫)(১৬)
২০) কত বর্গফুট এরিয়ার জন্য ১টি স্মোক ডিটেক্টর প্রয়োজন?
উত্তর: ছাদের ভিম ১২ ইঞির কম হলে ৯০০ বর্গফুট এরিয়ায় ১টি, এবং ভিম ১২ ইঞির বেশী হলে যে কোন উপায়ে সম্পূর্ন এরিয়া কাভার করতে হবে।
সূত্র: Ref. NFPA–72 Chapter-5
২১) স্মোক ডিটেক্টর-এর প্রকারভেদ ?
০১) Optical Smoke Detector(অপটিক্যাল স্মক ডিটেক্টর);
০২) Ionization Smoke Detector (আয়োনাইজেশন স্মক ডিটেক্টর); এবং
০৩) Chemically Sensitive Smoke Detector (কেমিক্যালি সেনসেটিভ স্মক ডিটেক্টর)
২২) ১টি বিল্ডিংয়ের উচ্চতা কত মিটারের বেশী হলে স্প্রীং কিলার প্রয়োজন?
উত্তর: ২৩ মিটার বা ৭৬ ফিট (ফ্লোর পর্যন্ত)
সূত্র:Ref. Accord Fire Standard Sec. Sprinkle system.Page#13
২৩) ১টি ফ্লোরের আয়তন কত বর্গফুটের বেশী হলে স্প্রীং কিলার প্রয়োজন?
উত্তর: ২২০০০ বর্গফুট (২য় তলার বেশী হলে)
সূত্র:Ref. Accord Fire Standard Sec. Sprinkle system. Page#13
২৪) তাপমাত্রা কত ডিগ্রি সেঃ হলে হিট ডিটেক্টর বাজবে এবং স্প্রীং কিলার ফেটে যাবে?
উত্তর: ৫৮ ডিগ্রী সে.গ্রে.- উপরে
সূত্র: Ref. NFPA–72 Chapter-5
২৫) তাপমাত্রা ৫৮ ডিগ্রি সেঃ হওয়ার পর কত সময়ের মধ্য স্প্রীং কিলার ফেটে যাবে?
উত্তর: ৯০ সেকেন্ড
সূত্র: Ref. NFPA–72 Chapter-5
২৬) কত বর্গফুট এরিয়ার জন্য ১টি স্প্রীং কিলার হেড প্রয়োজন?
উত্তর: ১০০ বর্গফুট
সূত্র: Ref. NFPA–13 , # Chapter-8
২৭) ফায়ার এলার্ম এর শব্দ সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত ডেসিবল গ্রহনযোগ্য হবে?
উত্তর: ১০৫-১২০ ডেসিবল
সূত্র: Ref. NFPA–72 ,Chapter-7
২৮) ফ্যাক্টরীতে ফায়ার সার্ভিসের জন্য বরাদ্দকৃত পয়েন্ট এর পাইপের ডায়ার সাইজ কত ইঞ্চি লাগবে?
উত্তর: ২.৫ ইঞ্চি
সূত্র: Ref. Accord fire standard Sec. Stand Pipe system. Page#12
২৯) Exit Sign এর আলোর পরিমান কত লাক্স থাকতে হবে?
উত্তর: ৫০ লাক্স
সূত্র:Ref. Accord building standard. #Part. 10
৩০) Exit Sign এর ব্যাকআপ কমপক্ষে কত মিনিট থাকতে হবে?
উত্তর: ৯০ মিনিট
সূত্র:Ref. Accord building standard.# Part. 10
৩১) Emergency light এর আলোর পরিমান কত লাক্স থাকতে হবে?
উত্তর:
ক) আইলস মার্ক ২.৫ লাক্স
খ) করিডোর, বর্হিগমন পথ এবং সিড়িতে-১০ লাক্স
সূত্র: Ref. Accord building standard Part. 10
৩২) সাধারন কাজ এর জন্য কত লাক্স প্রয়োজন?
উত্তর:মেঝে হতে ১মিটার বা ২৯.৩৭ উচ্চতায় কমপক্ষে ৩৫০ লাক্স আলো থাকতে হবে
সূত্র: বিধিমালা-৪৯(১)
৩৩) Emergency light এর আলোর ব্যাকআপ কমপক্ষে কত মিনিট থাকতে হবে?
উত্তর: ৩০ মিনিট
সূত্র: Ref. Accord building standard Part. 10
৩৪) স্টোরজে অঞ্চলটি কত ঘন্টা আগুন প্রতরিোধী হতে হবে ?
উত্তর:০১ ঘন্টা
সূত্র:Ref. Accord building standard
৩৫) বিল্ডিং এর দেওয়াল কত ঘন্টা আগুন প্রতিরোধী হতে হবে?
উত্তর:০৪ স্টোর বা ততোধকি বিল্ডিং এর জন্য ০২ ঘন্টা এবং ০৩ স্টোর বিল্ডিং এর জন্য ০১ ঘন্টা আগুন প্রতরিোধী হতে হবে।
সূত্র:Ref. Accord building standard
৩৬) কত স্টোরজে বিল্ডিং এর জন্য একটি রি-এন্ট্রি (পুনরায় প্রবশে) দরজা লাগবে ?
উত্তর:০৫ স্টোরজে এর অধকি বিল্ডিং এর জন্য সড়িরি নকিট একটি রি-এন্ট্রি ( পুনরায় প্রবশে) দরজা লাগবে ?
সূত্র:Ref. Accord building standard 6.8.3.1
৩৭) ফায়ার ডোর খোলা রাখার র্শত কি ?
উত্তর: ফায়ার ডোর খোলা রাখতে হলে ফায়ার এর্লাম এর সাথে সর্ম্পকতি অটোমটেকি বন্ধরে ব্যাবস্থা থাকতে হবে।
সূত্র:Ref. Accord building standard
৩৮) কমেক্যিাল রুম কত ঘন্টা আগুন প্রতরিোধী হতে হবে ?
উত্তর:০৪ ঘন্টা
সূত্র:Ref. Accord building standard
৩৯) কমেক্যিাল স্টোর কি অনুযায়ী তৈরী করতে হবে ?
উত্তর:বাংলাদশে জাতীয় বিল্ডিং কোড (BNBC) এর Type-1 construction অনুযায়ী হতে হবে ।
সূত্র:Ref. Accord building standard
৪০) বন্ডেড ওয়্যার হাউজ বা গুদাম ঘরে কিভাবে ও কতটুক উচ্চতায় কার্টুন ও মালামাল রাখতে হবে?
উত্তর:৬ ফুট উচ্চতায় মালামাল রাখার নিয়ম। তবে ওয়্যার হাউজ বা গুদামে কাপড়সমূহ নির্দিষ্ট নিয়মে সংরক্ষণ করতে হবে, যেমন ছাদ থেকে কমপক্ষে ১ ফুট নিচে, দেয়াল থেকে ১ ফুট দুরে, ফ্লোরে কমপক্ষে ৬ ’’ উঁচু পাটাতন তৈরি করে এবং প্রতিটি সারির মাঝখানে কমপক্ষে ৩ ফুট ফাঁকা রেখে কাপড় সংরক্ষণ করতে হবে। বন্ডেড ওয়্যার হাউজের মধ্যে কোন ক্রমেই বৈদ্যুতিক লাইনের সংযোগ রাখা যাবে না। প্রয়োজনে চার্জার, আই.পি.এস ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।
সূত্র: ফায়ার নরিাপত্তা
৪১) ট্রান্সফরমার বা ওভারহেড কারখানা থেকে কতটুকু দুরত্ব বজায় রেখে স্থাপন করতে হবে?
উত্তর: ট্রান্সফরমার বা ওভারহেড ক্যাবল কারখানা ভবন থেকে ২০ গজ (প্রায় ১৬.৭২ মিটার বা ১৭ মিটার) দুরে স্থাপন করতে হবে।
সূত্র: ফায়ার নরিাপত্তা
ফায়ার নরিাপত্তা
৪২) নিরাপদ বিদ্যুৎ ব্যাবস্থা নিশ্চিত করিতে কি করিতে হইবে?
উত্তর: প্রতি ১২ (বারো) মাসে অন্তত একবার অথবা সার্টিফিকেটে প্রদত্ত মেয়াদ শেষ হইবার পূর্বে একজন উপযুক্ত লাইসেন্সপ্রাপ্ত ওয়ারিং পরিদর্শক বা প্রতিষ্ঠান দ্বারা কারখানা বা প্রতিষ্ঠানের পূর্ণাংগ আর্থিং (earthing) ও ওয়ারিং (wiring)পরীক্ষা করাইয়া ফলাফলসহ প্রত্যয়নপত্র সংরক্ষণ করিতে হইবে।
সূত্র: বিধি- ৫৮(৮)
৪৩) বৈদ্যুতিক ওয়্যারিং ও উহা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাকে প্রদান করা যাইবে?
উত্তর: সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে সনদপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য কোন ব্যাক্তিকে প্রদান করা যাইবে না। ব্যবহার্য বৈদ্যুুতিক যন্ত্রপাতির ধরন, পরিকল্পনা এবং কারখানার যে কোন অংশে যেখানে দহনযোগ্য বিস্ফোরক মিশ্রণ ব ̈বহৃত হয় বা জমা রাখা হয় সেই অংশের বৈদ্যুুতিক তারের লাইন লাগানোর ক্ষেত্রে মহাপরিদর্শককে অবহিত করিতে হইবে।
সূত্র: বিধি- ৫৮(৮)(৯)
কত বর্গফুট এরিয়ার জন্য ১টি হোজরিল প্রয়োজন?
৪৪) প্রতি ৯১৪৬ বর্গফুটের জন্য বা প্রতি ৮৫০ বর্গমিটার স্থানের জন্য ১টি।
উত্তর: উহাতে অবারিত পানির সংযোগ থাকিবে এবং প্রতি বৎসর নূ ̈নতম একবার পরীক্ষার ব্যবস্থা করিতে হইবে : তবে শর্ত থাকে যে, অগ্নি নির্বাপনের বিকল্প ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হইয়া উহা লিখিতভাবে রেকর্ডপূর্বক মহাপরিদর্শক কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই অনুচ্ছেদের বিধান প্রতিপালন শিথিল করিতে পারিবেন।
সূত্র: বিধি-৫৫(১)(ঘ)
৪৫) যন্ত্রপাতি পরীক্ষার প্রতিবেদনে বিবরণসমূহ কত নং ফরম অনুযায়ী রক্ষিত রেজিস্টারে লিপিবদ্ধ করিয়া রাখিতে হইবে?
উত্তর: ধারা ৬৮(ক)(৩) ও ৬৯(১)(গ) এর ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষার প্রতিবেদনের বিবরণসমূহ ফরম-২৪ অনুযায়ী রক্ষিত রেজিস্টারে লিপিবদ্ধ করিয়া রাখিতে হইবে এবং উহা পরিদর্শনের জন ̈ সংরক্ষিত থাকিতে হইবে
সূত্র: বিধি-৬০(১) (ঘ)
৪৬) প্রতিষ্ঠানের প্রতি তলায় কয়টি পানি ভর্তি ড্রাম এবং ধাতব পদার্থ দ্বারা নির্মিত লাল রংয়ের খালি বালতি ঝুলন্ত অবস্থায় সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করিতে হইবে?
উত্তর: প্রতি ১০০০ বর্গমিটার মেঝে এলাকার জন্য ২০০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন পানি ভর্তি একটি ড্রাম এবং ১০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন চারটি করিয়া ধাতব পদার্থ দ্বারা নির্মিত লাল রংয়ের খালি বালতি ঝুলন্ত অবস্থায় সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করিতে হইবে এবং প্রতিটি বালতি বাংলাদেশ ষ্ট্যান্ডার্ড
স্পেসিফিকেশন অনুযায়ী যথাযথ মানসম্পন্ন হইতে হইবে। তবে শর্ত থাকে যে, প্রতিষ্ঠানটি যদি ফায়ার হাইড্রেন অথবা স্পির্স্কলার দ্বারা সুরক্ষিত থাকে তবে উপরি-উক্ত বিধানাবলি প্রযোজ্য হইবে না।
সূত্র: বিধি-৫৫(১)
৪৭) প্রতিটি ফ্লোরের নূন্যতম কতটি গ্রীলবিহীন জানালা এবং কভিাবে থাকিবে?
উত্তর: প্রতিটি ফ্লোরের নূন্যতম একটি গ্রীলবিহীন জানালা থাকিবে যা কব্জাসংযুক্ত হইতে হইবে এবং যাহাতে জরুরি প্রয়োজনে খুলিয়া লেডার বা দড়ির মই এর সাহাযে ̈ নীচে নামিয়া আসা যায় এবং নীচ তলায় শক্ত দড়ির জাল সংরক্ষণ করিতে হইবে যাহাতে অগ্নি দুর্ঘটনার সময় জরুরি প্রয়োজনে দড়ি বহিয়া উক্ত জালে অবতরণ করা যায়।
সূত্র: বিধি-৫৪ (১০)
৪৮) আইলস মার্ক কমপক্ষে কত ইঞ্চি এবং করিডোর কমপক্ষে কত ইঞ্চি (যন্ত্রপাতি স্থাপন এবং চলাচলের রাস্তা) প্রশস্ত হতে হবে?
৪৯) একটি বর্হিগমন থেকে আরেকটি বর্হিগমনের দুরুত্ব সর্বোচ্চ কত মিটারের মধ্য থাকতে হবে?
9 Comments
অনেক শিক্ষনীয় বিষয় ধন্যবাদ আপনাকে
ReplyDeleteধন্যবাদ
Deleteঅনেক ভালো লাগছে। তবে স্প্রিংলার ক্যালকুলপশন ও পাম্প এর প্রেশার ক্যালকুলপশন আরো অনেক কিছু মিসিং আছে। ধন্যবাদ
ReplyDeleteThanks sir.
ReplyDeleteamra amon post aro chai.
অসংখ্য ধন্যবাদ আপনাকে
ReplyDeletego-ahead
ReplyDeleteআইলস মার্কের জন্য কি কোন মাপ আছে কি?
ReplyDeleteঅবষই আছে
ReplyDeleteThank you
ReplyDelete