HR Payroll-0 to Hero- কোর্সের আবেদনকারীদের তালিকা প্রকাশ।
তিন মাস মেয়াদী HR
Payroll-0 to Hero কোর্সের আবেদনকারীদের তালিকা প্রকাশত কারা হলো । গত ১৬ সেপ্টেম্বর ২০২২, ফ্রি কোর্সের জন্য রেজিট্রেশনের অহবান করা হয় । আবেদনের সময়সীমা ছিলো ২৬ ঘন্টা (১৬ সেপ্টেম্বার থেকে ১৭ সেপ্টেম্বর) । মোট আবেদন জমা পড়ে ২৯৬ টি এর মধ্যে যথাযথ নিয়ম মেনে আবেদন জমা দিয়েছে ২৮৭ জন এবং ৯ জন যথাযথ নিয়ম না মেনে আবেদন করার ফলে অকৃতকার্য হয়েছে তাদের তালিকা ও প্রকাশ করা হলো । যারা সর্ট লিষ্টটেড হয়েছেন তাদেরকে ওয়ানলাইনের মাধ্যমে ৩০ মার্কের এমসিকিউ পরীক্ষা দিতে হবে । পরীক্ষায় সর্বোচ্চ
নাম্বরধারীদের মধ্য থেকে ২০ জনেকে প্রথমিকভাবে নির্বাচন করা হবে এবং ২০ জনের মধ্য থেকে ভাইবা দিয়ে সর্ব শেষ ১০ জন ( কম বেশি হতে পারে) কোর্স করার অনুমোদন পাবেন।
যারা সর্টলিষ্টটেড হয়েছেন তাদের কে
পরীক্ষার জন্য যথা সময়ে অপনাদের WhatsApp
লিংক পাঠানো হবে । লিংকে এ ক্লিক করে পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবেন । পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই নিম্নক্ত লিষ্ট থেকে আপনার ট্রাকিং নং জেনে নিন ।ট্রাকিং নং ছাড়া পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন না । দুইবার ট্রাকিং নং ইমপুট দিতে হবে এবং পরীক্ষা শেষে আমাদের স্বচ্ছতার জন্য আপনি নিজেই
দেখতে পাবেন আপনি কত নাম্বর পেয়েছেন।
তালিকা ডউনলোড করতে ক্লিক করুন- আবেদনকারীদের তালিকা
পরবর্তীতে
২০ জনের তালিকা www.hrprofessionalbd.com
এই সাইটের মাধ্যমে জানানো হবে ।
www.hrprofessionalbd.com ম্যানুবারে প্রবেশ করে Free Training তারপর Notice এ ক্লিক করে প্রবেশ করবেন এবং এই বিষয়ে সকল নোটিশ দেখতে পাবেন।
1 Comments
পরবর্তীতে 0 - hero অংশ গ্রহন করতে চাইলে কি করত হবে। আমি traning t করতে চাই।
ReplyDelete