HR Payroll-0 to Hero- কোর্সের আবেদনকারীদের তালিকা প্রকাশ।

HR Payroll-0 to Hero- কোর্সের আবেদনকারীদের তালিকা প্রকাশ।



তিন মাস মেয়াদী HR Payroll-0 to Hero কোর্সের আবেদনকারীদের তালিকা প্রকাশত কারা হলো গত ১৬ সেপ্টেম্বর ২০২২, ফ্রি কোর্সের জন্য রেজিট্রেশনের অহবান করা হয় আবেদনের সময়সীমা ছিলো ২৬ ঘন্টা (১৬ সেপ্টেম্বার থেকে ১৭ সেপ্টেম্বর) মোট আবেদন জমা পড়ে ২৯৬ টি এর মধ্যে যথাযথ নিয়ম মেনে আবেদন জমা দিয়েছে  ২৮৭ জন এবং জন যথাযথ নিয়ম না মেনে আবেদন করার ফলে অকৃতকার্য হয়েছে তাদের তালিকা প্রকাশ করা হলো যারা সর্ট লিষ্টটেড হয়েছেন তাদেরকে ওয়ানলাইনের মাধ্যমে ৩০ মার্কের এমসিকিউ পরীক্ষা দিতে হবে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বরধারীদের মধ্য থেকে ২০ জনেকে প্রথমিকভাবে নির্বাচন করা হবে এবং ২০ জনের মধ্য থেকে ভাইবা দিয়ে সর্ব শেষ ১০ জন ( কম বেশি হতে পারেকোর্স করার অনুমোদন পাবেন।



যারা সর্টলিষ্টটেড হয়েছেন তাদের কে  পরীক্ষার জন্য যথা সময়ে অপনাদের WhatsApp লিংক পাঠানো হবে লিংকে ক্লিক করে পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবেন । পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই নিম্নক্ত লিষ্ট থেকে আপনার ট্রাকিং নং জেনে নিন ।ট্রাকিং নং ছাড়া  পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন না  । দুইবার ট্রাকিং নং ইমপুট দিতে হবে এবং পরীক্ষা শেষে আমাদের স্বচ্ছতার জন্য আপনি নিজেই দেখতে পাবেন আপনি কত নাম্বর পেয়েছেন।


তালিকা ডউনলোড করতে ক্লিক করুন-     আবেদনকারীদের তালিকা

 

পরবর্তীতে ২০ জনের তালিকা www.hrprofessionalbd.com এই সাইটের মাধ্যমে জানানো হবে ।

www.hrprofessionalbd.com ম্যানুবারে প্রবেশ করে  Free Training  তারপর  Notice এ ক্লিক করে প্রবেশ করবেন এবং এই বিষয়ে সকল নোটিশ দেখতে পাবেন। 



Post a Comment

1 Comments

  1. পরবর্তীতে 0 - hero অংশ গ্রহন করতে চাইলে কি করত হবে। আমি traning t করতে চাই।

    ReplyDelete