33) Quality Control Policy

 





Quality Control Policy

উদ্দেশ্যঃ ক্রেতার চাহিদা অনুযায়ী গুণগত মান সম্পন্ন পণ্য উৎপাদন নীতিমালার মূল উদ্দেশ্য

নীতিমালা কার্যকরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি/ বিভাগঃ কমপ্লায়েন্স এবং মানব সম্পদ বিভাগ

নীতিমালা সর্বশেষ সংশোধনের তারিখঃ    

পরবর্তী সংশোধনের তারিখঃ                      


      




. আমাদের সম্মানিত ক্রেতাদের গুণগত মানসম্পন্ন উৎপাদিত পণ্যের ক্রমাগত চাহিদা এবং আশানুরুপ মান  উন্নয়নের জন্য আমরা আমাদের পণ্যমান সেবা দিতে প্রতিশ্রæতিবদ্ধ।

মানসম্মত পণ্য উৎপাদন, পণ্য মানের উৎকর্ষ সাধন ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন সরবরাহ করাই---------------------------------এর প্রধান ব্যবসায়িক নীতি।

. গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে Guideline for Production and Quality (GPQ) Department স্থাপন করা হয়েছে।

.  কোয়ালিটি সম্পন্ন পণ্য উৎপাদনের উদ্দেশ্য টার্গেট নির্ধারণ এবং উৎপাদনশীলতা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কোয়ালিটি ডিপার্টমেন্ট প্রধান কর্তৃক সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে।

. ক্রেতাদের সন্তুষ্টি আমাদের লক্ষ্য যাহা সম্মিলিত প্রচেষ্টা দ্বারাই সম্ভব।

. ব্যবস্থাপনা কর্তৃপক্ষের লক্ষ্য হচ্ছে যে প্রত্যেক কর্মচারীকে আমাদের কর্মপদ্ধতির ক্রমাগত উন্নয়নে উদ্বুদ্ধ করা এবং সর্বপ্রকার সহায়তা প্রদানের মাধ্যমে আমাদের পণ্যের সার্বিক মান উন্নয়নে উৎসাহ প্রদান করা।

. ক্রেতা সন্তুষ্টি কর্মচারী সন্তুষ্ট একটি সমন্বিত শক্তি।


* এই নীতি সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।


প্রস্ততকারী

সমন্বয়কারী

অনুমোদনকারী


Post a Comment

0 Comments