৩২) মেটাল ডিটেক্টশন ও ক্রাশ বক্স গার্মেন্টস ডিসপোজাল পলিসি

 



মেটাল ডিটেক্টশন ক্রাশ বক্স গার্মেন্টস ডিসপোজাল পলিসি

 

উদ্দেশ্যঃ কারখানায় মেটাল জাতীয় দ্রব্য সঠিকভাবে রক্ষনাবেক্ষণ করাই নীতিমালার মূল উদ্দেশ্য।

নীতিমালা কার্যকরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি/ বিভাগঃ কমপ্লায়েন্স এবং মানব সম্পদ বিভাগ

নীতিমালা সর্বশেষ সংশোধনের তারিখঃ

পরবর্তী সংশোধনের তারিখঃ                

 

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে আমরা আমাদের উৎপাদিত পণ্যের সম্মানিত ক্রেতা ভোক্তাগণের সার্বিক কল্যানের কথা বিবেচনায় রাখিয়া Óনিরাপদ পোষাকÓ সরবরাহ এবং একই সাথে কারখানায় কর্মরত শ্রমিক কর্মীদের জন্য Óনিরাপদ কর্ম পরিবেশÓ এর নিশ্চয়তা প্রদান করিবার লক্ষ্যে আমাদের কারখানায় প্রয়োজনীয় যাবতীয় ধাতব বস্তু সমূহ যেমন- নিডল, কাঁচি, মেশিন ব্লেড, আলপিন, স্টপলার পিন ইত্যাদি সমজাতীয় বস্তু সমূহের উন্মুক্ত যত্রতত্র ব্যবহার নিষিদ্ধ করে এর ব্যবহার সম্পর্কিত নীতিমালা ব্যবহার বিধি প্রণয়ন করিয়া এর কাঙ্খিত ব্যবহার বাধ্যতামূলক করিয়াছি। সাধারণতঃ ধাতব বস্তুসমূহের ব্যবহার সম্পর্কিত নির্দেশনা সমূহ নিম্নরুপঃ

নিডেলঃ কারখানায় কর্মরত সংশ্লিষ্ট কর্মীদের নিডেল গার্ড ব্যবহার বাধ্যতামূলক। নিডেল গার্ড পোষাক সেলাই করার সময় কর্মীর আঙ্গুলকে নিডেল হইতে নিরাপদ দূরত্বে রাখে। নিডেল সম্পর্কিত করণীয় সমূহ নিম্নরুপঃ

Ø  নিডেলের ভাঙ্গা অংশ কুঁড়িয়ে নিয়ে নিডেলম্যানের নিকট জমা দিতে হবে।

Ø  নিডেলের সম্পূর্ণ অংশ (অগ্রভাগসহ) নিডেলম্যান তার নির্ধারিত রেজিষ্টারে স্কচটেপ দিয়ে পেষ্টিং করবে ভাঙ্গা নিডেল এর পরিবর্তে ১টি নতুন নিডল ইস্যু করবে রেজিষ্টারে হিসাব রাখবে।

Ø  নির্দিষ্ট পোষাকটি মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে চেক করার জন্য ডিটেক্টর মেশিনের অপারেটর এসে পোষাকটি নিয়ে যাবে চেক করে মেটাল ফ্রী পোষাক ফেরত দিবে হবে।

Ø  এছাড়া মেটাল ফ্রী নিশ্চিত করার জন্য পোষাক সমূহ সুইং শেষে ফিনিশিং বিভাগে পাঠানোর পূর্বে মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে চেক করতে হবে।

Ø  কিছুদিন পর পর ভাঙা নিডেল সমূহ রেজিষ্টার হইতে নির্দিষ্ট বাক্সে সীল করে স্টোরে জমা দিবে হবে।

Ø  যদি নিডেলের কোন ভাঙ্গা অংশ না পাওয়া যায় তাহলে মেটাল ডিটেক্টর দিয়ে নিডেলের ভাঙ্গা অংশ আশেপাশে খুঁজতে হবে সেক্ষেত্রে ভাঙ্গা অংশ না পাওয়া গেলে উক্ত উৎপাদিত দ্রব্যটি মেটাল মেশিন দিয়ে পুনরায় চেক করে মেটাল ক্রাশ রেজিস্টারে লিপিবদ্ধ করে ক্রাশ বক্সে জমা রাখতে হবে এবং একটি নিদির্ষ্ট সময় পরে নিদির্ষ্ট নিরাপদ জায়গায় নিয়ে দ্রব্যটি পুাড়ঁয়ে ফেলতে হবে।

কাঁচিঃ কাঁচি পোষাক তৈরিকারী কারখানার জন্য একটি অপরিহার্য ছোট যন্ত্র। এটাকে যত্রতত্র ফেলে না রেখে কর্মীদের সঠিক নিরাপত্তার কথা চিন্তা করিয়া সুষ্ঠ সংরক্ষণের মাধ্যমে এর কাঙ্খিত ব্যবহার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্মীদের অবশ্য কর্ত্তব্য। সাধারণতঃ নিম্নোক্ত নির্দেশনা সমূহ সংশ্লিষ্টদের মানিয়া চলা বাধ্যতামূলকঃ

  • কাঁচি এখানে সেখানে ফেলে রাখা যাবে না।
  • ডষ্টিং / রশি দিয়ে  কাঁচি বেধে রাখতে হবে নির্দিষ্ট খোপে ঢুকিয়ে রাখতে হবে।
  • প্রয়োজনের সময় খোপ হইতে বের করে কাজ করবে কার্য শেষে যথা স্থানে সংরক্ষণ করবে।
  • কাঁচিতে ধার কমে গেলে কিংবা ভেঙে গেলে প্রশাসন বিভাগে জমা দিবে বিনিময়ে প্রশাসন বিভাগ হইতে অন্য একটি কাঁচি বুঝিয়া লইবে রেজিষ্টারে প্রয়োজনীয় এন্ট্রি করবে।

থ্রেড কাটারঃ কর্মরত সংশ্লিষ্ট অপারেটর, হেলপার মান পরিদর্শক সহ অন্যান্য কর্মীগণ যাদেরকে কাটার ব্যবহার করিতে হয় তারা অবশ্যই সূতো / ডষ্টিং ইত্যাদি দিয়ে বেঁধে কাটার গলায় ঝুলিয়ে রাখবে। কাটার খোলা অবস্থায় অবশ্যই এখানে সেখানে পড়িয়া থাকবে না। কাটার ভেঙে গেলে অথবা অকার্যকর হলে প্রশাসন বিভাগে জমা দিয়ে রেজিষ্টারে এন্ট্রি করিতে হইবে বিনিময়ে একটি নতুন কাটার বুঝিয়া লইবে।

মেশিন ব্লেডঃ ফ্লোরে ব্যবহৃত কাটার মেশিনসহ অন্যান্য যেসব মেশিনে ডিসúসেবল ব্লেড ব্যবহার করিতে হয় সেই সব মেশিনের ব্লেড ভেঙে গেলে অথবা অকার্যকর হলে মেইনট্যানান্স বিভাগে অবহিত করণের মাধ্যমে সংশ্লিষ্ট মেকানিক কর্তৃক ব্লেড লাগিয়ে নিতে হবে এবং পুরনো ব্লেড দায়িত্বরত মেকানিক বুঝিয়া লইবে। 'ক্ষেত্রে মেশিনের অপারেটর, হেলপার বা অন্য কেহ ব্লেড পরিবর্তন করিবে না অথবা অনুরুপ কোন কাজ করিবে না। মেকানিক পুরনো ব্লেড সমূহ তাহাদের নির্দিষ্ট সীল করা বাক্সে হেফাজত করিবে রেজিষ্টারে এন্ট্রি করিবে। পুরনো ব্লেড ফ্লোরে উন্মুক্ত অবস্থায় থাকিবে না কিংবা এর অন্য কোন ধরনের ব্যবহার করা যাইবে না। পুরনো ব্লেড সংরক্ষণের নির্দিষ্ট বাক্স পূর্ণ হইলে প্রশাসন বিভাগে জমা দিতে হইবে।

আলপিন/ ষ্ট্যাপলার পিনঃআলপিন, বোর্ড পিন ষ্ট্যাপলার পিন সহ অনুরুপ সমজাতীয় ছোট ধাতব পদার্থ সমূহ এখানে সেখানে ফেলে রাখা এর অপব্যবহার করা যাইবে না। ফ্লোরে কর্মরত যে কেউ ইচ্ছা করিলেই তাদের করণিক কার্যে এসব ব্যবহার করিতে পারিবে না। শুধুমাত্র দায়িত্ব প্রাপ্ত করণিক তার প্রয়োজনীয় কার্যে এসব ব্যবহার করিবে সংরক্ষণ করিবে।

বিঃ দ্রঃ কর্তৃপক্ষ ইচ্ছে করলে যে কোন সময় এই নীতি পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করতে পারবেন।


                                          প্রস্ততকারী                          সমন্বয়কারী                       অনুমোদনকারী


Post a Comment

0 Comments