৩৫) পেস্ট কন্ট্রোল নীতিমালা

 


পেস্ট কন্ট্রোল নীতিমালা

(Pest Control Policy)

উদ্দেশ্যঃ কারখানা কে ক্ষতিকারক পোকা-মাকড় মুক্ত রাখা নীতিমালার মূখ্য উদ্দেশ্য।

নীতিমালা কার্যকরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি/ বিভাগঃ কমপ্লায়েন্স এবং মানব সম্পদ বিভাগ

নীতিমালা সর্বশেষ সংশোধনের তারিখঃ

পরবর্তী সংশোধনের তারিখঃ  

 

------------------একটি ১০০% নীট কম্পোজিট পোষাক কারখানা। উক্ত কারখানায় স্টোর, ফিনিশিংসহ বিভিন্ন সেকশনে পোকা-মাকড় মুক্ত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়। ইঁদুর, তেলাপোকা অন্যান্য পোকা-মাকড় নিধন নিয়ন্ত্রন করার জন্য করখানায় যে সকল ব্যবস্থা গ্রহন করা হয়ে থাকে তা নিম্নরুপঃ

. কারখানা পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সুদক্ষব্যবস্থাপক, ইনচার্জ সুপারভাইজার এর তত্ত¡াবধানে কারখানায় একটি বিশালকর্মী বাহিনী আছে যারা পরিস্কার পরিচ্ছন্নতার ব্যপারে আপোষহীন

. পোকা-মাকড় যাতে ভিতরে প্রবেশ না করে সেজন্য কারখানার ফিনিশিং ডিপার্টমেন্টের সানসেডে পোকা নিরোধক হলুদ বাতি লাগানো আছে। 

. ইঁদুর, তেলাপোকা অন্যান্য পোকা-মাকড় মারার জন্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর কারখানার বিভিন্ন কোনায় নিরাপদ পদ্ধতীতে ইঁদুর পোকা মারার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয় এবং রেকর্ড সংরক্ষন করা হয়।

. কারখানার প্যাকিং সেকশন পোকা-মাকড় মুক্ত রাখার জন্য সবগুলো দরজার সামনে পেস্ট কিলার লাগানো আছে।

.কারখানায় নির্দিষ্ট সময় পর পর পোকা-মাকড়ের উপদ্রব নিধন নিয়ন্ত্রন করার জন্য যথযথভাবে উক্ত কাজের জন্য সরকার কর্তৃক অনুমোদিত কোম্পানী দ্বারা পোকামুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

. কারখানার বিভিন্ন সেকশনের স্টোর কিপার, লোডার ক্লিনারদের নিয়ে প্রতি মাসেই পোকামাকড় নিয়ন্ত্রনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।


 

বিঃ দ্রঃ কর্তৃপক্ষ ইচ্ছে করলে যে কোন সময় এই নীতি পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করতে পারব


প্রস্ততকারী

সমন্বয়কারী

অনুমোদনকারী


 

Post a Comment

0 Comments