পেস্ট কন্ট্রোল নীতিমালা
(Pest
Control Policy)
উদ্দেশ্যঃ কারখানা কে ক্ষতিকারক পোকা-মাকড় মুক্ত রাখা এ নীতিমালার মূখ্য উদ্দেশ্য। |
|
নীতিমালা কার্যকরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি/ বিভাগঃ কমপ্লায়েন্স এবং মানব সম্পদ বিভাগ । |
|
নীতিমালা সর্বশেষ সংশোধনের তারিখঃ |
পরবর্তী সংশোধনের তারিখঃ |
------------------একটি ১০০% নীট কম্পোজিট পোষাক কারখানা। উক্ত কারখানায় স্টোর, ফিনিশিংসহ বিভিন্ন সেকশনে পোকা-মাকড় মুক্ত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়। ইঁদুর, তেলাপোকা ও অন্যান্য পোকা-মাকড় নিধন ও নিয়ন্ত্রন করার জন্য করখানায় যে সকল ব্যবস্থা গ্রহন করা হয়ে থাকে তা নিম্নরুপঃ
১. কারখানা পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সুদক্ষ ”ব্যবস্থাপক”, ইনচার্জ” ও সুপারভাইজার” এর তত্ত¡াবধানে কারখানায় একটি বিশালকর্মী বাহিনী আছে যারা পরিস্কার পরিচ্ছন্নতার ব্যপারে আপোষহীন ।
২. পোকা-মাকড় যাতে ভিতরে প্রবেশ না করে সেজন্য কারখানার ফিনিশিং ডিপার্টমেন্টের সানসেডে পোকা নিরোধক হলুদ বাতি লাগানো আছে।
৩. ইঁদুর, তেলাপোকা ও অন্যান্য পোকা-মাকড় মারার জন্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর কারখানার বিভিন্ন কোনায় নিরাপদ পদ্ধতীতে ইঁদুর ও পোকা মারার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয় এবং রেকর্ড সংরক্ষন করা হয়।
৪. কারখানার প্যাকিং সেকশন পোকা-মাকড় মুক্ত রাখার জন্য সবগুলো দরজার সামনে পেস্ট কিলার লাগানো আছে।
৫.কারখানায় নির্দিষ্ট সময় পর পর পোকা-মাকড়ের উপদ্রব নিধন ও নিয়ন্ত্রন করার জন্য যথযথভাবে উক্ত কাজের জন্য সরকার কর্তৃক অনুমোদিত কোম্পানী দ্বারা পোকামুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।
৬. কারখানার বিভিন্ন সেকশনের স্টোর কিপার, লোডার ও ক্লিনারদের নিয়ে প্রতি মাসেই পোকামাকড় নিয়ন্ত্রনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
বিঃ দ্রঃ কর্তৃপক্ষ ইচ্ছে করলে যে কোন সময় এই নীতি পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করতে পারব
প্রস্ততকারী
সমন্বয়কারী
অনুমোদনকারী
0 Comments