সম্পূর্ন বিনা মূল্যে ৬০ দিন মেয়াদী অনলাইন কোর্স Modern HR Future Leader


                             




আপনার পছন্দের জব খুঁজতে আমাদের ফেসবুক গ্রুপ Job Search in the world  জয়েন করতে নিচের লিংকে ক্লিক- করুন

ভালোভাবে পড়ে আবেদন করার জন্য বলা হলো

আবেদন পদ্ধতিঃ

রেজিট্রেশন করতে ফরম টি পূরণ করুন -Admission Form

বাছাই পদ্ধতি /রেজাল্টঃ 

১) প্রাথমিক বাছাইঃ

আবেদন পত্রটি যাচাই বাছাই করে সর্টলিষ্ট করা হবে এবং আগামী ১৫ ই ডিসেম্বর সর্টলিষ্টের  পাবলিশ করা হবে। সফলভাবে আবেদন কারীর তালিকা দেখতে  হলে আগামী ১৫ ই ডিসেম্বর রাত ১১ টা পর ক্লিক বরলে দেখতে পাবেন-সর্টলিষ্ট

২) ভাইবাঃ  গুগোল মীট মাধ্যমে ভাইবা নেওয়া হবে এবং আগামী ১৭ ডিসেম্বর রাত ১১ টার পর   এই লিংকের মাধ্যমে ভাইবার সিডিউল জানিয়ে দেওয়া হবে ।এবং আপনার মেইলের মাধ্যমে বিস্তারিত পাঠানো হবে। -ভাইবার সিডিউল

ভাইবার রেজাল্ট জানতে ক্লিক করুন-ভাইবার রেজাল্ট


পরবর্তী নোটিশ দেখতে - ক্লিক করুন- নোটিশ


ওরিয়েন্টটেশন -আগামী ২৪ ডিসেম্বর ২০২৪

ক্লাশ শুরু-আগামী ২৭ ডিসেম্বর ২০২৪

কারিকুলাম জানতেঃ ক্লিক করুন

রিসোর্স পারসন/ট্রেইনারের তালিকা দেখতে -ক্লিক করুন

নোটঃ কোর্সের সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে । ভর্তির ক্ষেত্রে কোন মিথ্যা তথ্য প্রমানিত হলে ভর্তি বাতিল করা হবে।


এই কোর্স কেন করবেন?   

Ø

o   প্রতিযোগীতা মুলক চাকুরীর বাজারে নিজেকে প্রস্তুত করা ।


o   নিজেকে একজন সফল এইচআর লিডার হিসাবে তৈরী করার কৌশল জানা ।


o   এইচআর বিভাগে নিয়োগ থেকে শুরু করে ফাইনাল সেটেলমেন্ট পর্যন্ত প্রত্যেকটি ধাপ সম্পর্কে দক্ষতা অর্জন করা 


o   এই কোর্সের মাধ্যমে ধিরে ধিরে নিজের প্রফেশনাল দক্ষতা প্রসারিত করার কৌশল জানা 


o   শ্রম আইন শ্রম বিধিমালা অনুসারে এইচআর বিভাগের সকল কাজ ধারাবাহিক ভাবে সহজেই করতে পারা 


o   নতুনদের সহজে এইচ আর বিভাগে চাকুরী পাওয়া 


o   বিভিন্ন এক্সেলের ফর্মূলা কৌশল ব্যবহার করে এইচআর বিভাগের বিভিন্ন রিপোর্ট তৈরী করার দক্ষতা অর্জন করা 


o   পার্সোন্যাল ফাইলসহ  মেন্যুয়াল সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক পদ্ধতিতে সহজেই এইচআর বিভাগ পরিচালনা করার কৌশল জানা 


o   অটোমেটিক পদ্ধতিতে এক্সলের মাধমে এইচআর বিভাগের সকল ডাটা ম্যানেজমেন্ট করার কৌশল জানা 


o   শ্রম আইন শ্রম বিধিমালা সাথে সমন্বয় রেখে প্রত্যেকটি বেনিফিটস্ সম্পর্কে প্রাক্টিক্যাল শেখার ব্যবস্থা 

o   দীর্ঘ দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একঝাঁক মেনটরের গবেষণার ভিত্তিতে সিলেবাস তৈরী শেখানোর ব্যবস্থা 

   কোর্সের বৈশিষ্ট্যঃ

  এক ঝাঁক অভিজ্ঞ মেনটর দ্বারা পরিচালিত

   মাস মেয়াদী কোর্স সম্পূর্ন অন লাইন নির্ভর

★  বাংলাদেশ শ্রম আইনের সাথে সমন্বয় রেখে যুগ উপযোগী কারিকুলাম নির্ভর

  এইচআর বিভগের বিষয়গুলো ধারাবাহিকভাবে শেখানোর ব্যবস্থা

  বেশি বেশি অনুশীলনের জন্য ক্লাস এসাইনমেন্টের ব্যবস্থা

  গ্রেডিং পদ্ধতির মাধ্যমে পরীক্ষা মূল্যায়নের ব্যবস্থা

 ওপেনবুক পদ্ধতির মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা

  কোর্স এ ভর্তি হওয়ার শর্তাবলীঃ      

         ★ বাংলাদেশ শ্রম আইনের বই থাকতে হবে ।

          ★ কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে ।

          ★নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে ।

          ★ক্লাস চলাকালে ভিডিও অন রাখতে হবে । 

          ★ দুইটি ক্লাস অনুপস্থিত থাকলে কোর্স বাতিল   করা হবে। 

           ★ ৬০% এর নিচে মার্ক পেলে অকৃতকার্য বলে গণ্য হবে ।

            ★ কোন স্বীকৃত  প্রাইভেট ও পাবলিক বিশ^বিদ্যালয় থেকে এইচআরএম এ বিবিএ আথবা এমবিএ পাশ । 

     কোর্সে ভর্তির শিক্ষাগত যোগ্যতা 

            ★ কোন স্বীকৃত  প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এইচআরএম এ বিবিএ আথবা এমবিএ পাশ ।

     ভর্তির শুরু ও শেষ তারিখ

      ৯ ডিসেস্বর ২০২৪ ইং হতে আগামী ১৪ ডিসেস্বর ২০২৪ ইং  ।

       স্পেশাল অফারে কোর্স ফি

সম্পূর্ন ফ্রি


কোর্সের বিস্তারিত

★ আসন সংখ্যাঃ সীমিত

★ ক্লাস সংখ্যাঃ ২৫ টি

★ ক্লাসের সময়ঃ রাত ৯.০০ 

★ ক্লাসের মাধ্যমঃ ভার্চুয়াল (গুগোল মীট ও জুম)  

★ পরীক্ষা পদ্ধতিঃ ওপেন বুক (ফাইনাল)

★ পরীক্ষার নাম্বারিং পদ্ধতিঃ এসাইনমেন্ট ২০%,ক্লাশ এটেনডেন্স ১০%, ফাইনাল ৭০%

HR Professional BD এর Free মোবাইল App Download -Click



Post a Comment

1 Comments

  1. আসসালামুয়ালাইকুম স্যার,নতুনদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা করেছে
    এজন্য ধন্যবাদ।
    স্যার, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি মানবিক বিভাগে
    আমি উক্ত কোর্সটি করতে আগ্রহী
    দয়া করে সুযোগ করে দিবেন।

    ReplyDelete